Site icon merazul.com

Al Quran Arabic – Bangla আল কুরআন আরবি – বাংলা

 

1. Al Fatihah - আল ফাতিহা

আয়াত : 7   অবতীর্ণ : মক্কী  অর্থ : সূচনা

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

(1) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

(1) যাবতীয় প্রশংসা আল্লাহ তায়ালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

(2) الرَّحْمَٰنِ الرَّحِيمِ

(2) যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

(3) مَالِكِ يَوْمِ الدِّينِ

(3) যিনি বিচার দিনের মালিক।

(4) إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

(4) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

(5) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

(5) আমাদেরকে সরল পথ দেখাও,

(6) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

(6) সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।

(7) غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

(7) তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

 5,431 total views,  3 views today